বাউয়েট এর ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, রোববার, ১৫ ডিসেম্বর ২০১৯ | ৪০৪

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১০ম সিন্ডিকেট সভা সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে সিন্ডিকেট হলে অনুষ্ঠিত হয়েছে। 

সভার শুরুতে স্বাগত ভাষণে তিনি সভায় আগত সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং বিগত সময়ের বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেন। তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয় সমূহের চ্যান্সেলর কর্তৃক উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন ৩০ মে ২০১৯ এবং ট্রেজারার নিয়োগের প্রজ্ঞাপন ২৬ জুন ২০১৯ জারি হয়েছে এবং বাউয়েট শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

’ এছাড়া তিনি সিন্ডিকেটের নবাগত সদস্যসচিব ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অবঃ) শেখ শামীম হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন এবং অন্য নতুন সদস্যদের সকলের সাথে পরিচয় করিয়ে দেন। 

সিন্ডিকেট সভায় ৬ষ্ঠ, ৭ম, ৬ম এবং ৯ম সিন্ডিকেট সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, একাডেমিক কাউন্সিলের ১০ম, ১১শ’ এবং ১২শ’ সভার কার্যবিবরণী, অর্থ কমিটির ১৩শ’ কার্যবিবরণী এবং নিয়ম মাফিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়ের অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলার ও রসায়ন বিভাগের প্রফেসর ড. চৌধুরী মোঃ জাকারিয়া, ট্রেজারার, রেজিস্ট্রার, বোর্ড অব ট্রাস্ট্রিজ সিন্ডিকেটএবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত অন্যান্য সদস্যবৃন্দ।