৫ম ওয়ালটন বিজয় দিবস গলফ টুর্নামেন্ট উদ্বোধন


টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে ৫ম ওয়ালটন বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে টুর্নান্টের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাঃ লিঃ এর চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী।
এসময় আরও উপস্থিত ছিলেন ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস) এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন ও ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবের সিও লেঃ কর্নেল মেসবাহ উদ্দিন আহমেদ।
এসময় উদ্ধতন সেনা কর্মকর্তাবৃন্দ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেন।