মির্জপুরে দীর্ঘ মেয়াদী বন্যা
রোপা আমন সহ ফসলের ক্ষতি ১০ কোটি টাকার অধিক


টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বছরের দীর্ঘস্থায়ী বন্যায় রোপা আমন সহ কৃষিজাত ফসলের ক্ষতির পরিমান ১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এই বিশাল ক্ষতির ফলে চলতি রবি ও আগামী গ্রীস্ম মৌসুমে কৃষকরা মারাতœক সমস্যায় পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।তবে ক্ষতি পুিষয়ে নিতে স্থানীয় কৃষি বিভাগ ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।
সংশ্লিষ্ঠ সুত্র মতে এবছর দীর্ঘস্থায়ী বন্যার কারনে মির্জাপুর উপজেলায় কৃষির উপর মারাতœক প্রভাব পড়েছে। বন্যার ফলে রোপা আমান, শাকসবজি ও লেবুর ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় কৃষি বিভাগের এক হিসেব মতে ৮শ ৯৮ হেক্টর জমিতে চাষ করা এই তিন প্রকার ফসলের পরিমান ৩ হাজার ৬শ ১৫ মেট্রিকটন, যা বন্যার পানিতে বিনষ্ট হয়ে গেছে। টাকার অংকে যা দাড়ায় ১০ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ১২ টাকা।প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে ৭ হাজার ৬শ ৬০ জন। এই বিপুল পরিমান ক্ষতির সম্মখীন ভুক্তভুগী কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।
এদিকে এই ব্যাপক ক্ষতি কাটিয়ে উঠতে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এর অংশ হিসেবে প্রনোদণা কর্মসূচীর আওতায় ১ হাজার ৯ শ ২ জন কৃষকের মধ্যে সার বীজ বিতরন করেছে।
পর্যায়ক্রমে আরো সহায়তা করা হবে। এছাড়াও মাঠ পর্য়ায় নিয়োজিত কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের বিভিন্ভাবে পরামর্শ দিচ্ছে ক্ষতি কাটিয়ে উঠতে তাদের কি করতে হবে।
উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান বলেন বন্যায় মির্জাপুরে ক্ষতির পরিমান বেশি। এ অবস্থা কাটিয়ে উঠতে আমরা সব সময় কৃষকদের সঙ্গে আছি।
রবি মৌসুম ফসল ঘরে তুলতে কৃষকদের জন্য সম্ভাব্য সবকিছু করতে আমরা প্রস্তুত।সরকারের পক্ষ থেকে যে সহযোগীতা পাওয়া যাবে তা দ্রুততার সাথে কৃষকদের মাঝে পৌছে দিয়ে এর সঠিক ব্যবহার নিশ্চিত করব বলে তিনি উল্লেখ করেন।