মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৫


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা শুভুল্যা নামক স্থানে ট্রাক দুর্ঘটনায় নারী শিশু সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের উক্ত স্থানে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী টাইলসবোঝাই ওই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে। এই দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন।
নিহত ব্যক্তিরা হলেন নিরঞ্জন মালি (৩৫), তাঁর স্ত্রী সাগরী (২৫) ও মেয়ে স্বর্ণা (৮)। তাঁদের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সেখারঞ্জন গ্রামে। আহতরা হলেন নিরঞ্জনের আরেক স্ত্রী লিপি, মেয়ে কনা ও শিল্পি, বেলী ও কনা। তারা কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী টাইলসবোঝাই একটি ট্রাকে কম (বগুড়া ট-১১-১১৪০ ) আটজন যাত্রী কম ভাড়ায় যাচ্ছিলেন। ট্রাকটি শুভুল্যা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে এটি সড়কের পাশে পড়ে যায়।
এ ঘটনায় টাইলসের চাপায় নারী ও শিশু সহ একই পরিবারের তিনজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে তারা মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় রাস্তা থেকে সরানো হয়েছে।