টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়


টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক শহীদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, বর্তমান সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মহব্বত হোসেন, ইফতেখারুল অনুপম, কাজী তাজউদ্দিন রিপন, জে সাহা জয়, মাসুম ফেরদৌস প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শহীদুল ইসলাম টাঙ্গাইলের উন্নয়নে প্রশাসনের কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর শহীদুল ইসলাম টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।