কালিহাতীতে
রাস্তা উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন


টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ রোড হইতে শহীদ শফি সিদ্দিকী তোরণ পর্যন্ত রাস্তা বি.সি দ্বারা উন্নয়ন এবং ঝিনাই নদী পর্যন্ত আর সি.সি ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) বিকেলে শহীদ শফি সিদ্দিকী চত্তরে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে কালিহাতীর সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহবান জানান তিনি। তিনি আরো বলেন অচিরেই কালিহাতীকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষনা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারন সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাছান তুহিন প্রমূখ।
পরে উপজেলা পরিষদ রোড হইতে শহীদ শফি সিদ্দিকী তোরণ পর্যন্ত রাস্তা বি.সি দ্বারা উন্নয়ন এবং ঝিনাই নদী পর্যন্ত আর সি.সি ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেনস্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী। এর আগে তিনি কালিহাতী পৌরসভার আরো ৪টি রাস্তার উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।