বাসাইলে বেতনের টাকা তুলতে গিয়ে গ্রাম পুলিশের মৃত্যু


রাজেন্দ্র মন্ডল (৫৫) নামের এক গ্রাম পুলিশ থানায় সাপ্তাহিক হাজিরা দিয়ে বেতনের টাকা তুলতে সোমবার ( ৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে বাসাইল উপজেলা পরিষদের যান ।
প্রায় আড়াই ঘন্টা পরিষদ চত্তরে বসে থেকে দুপুর দেড়টার দিকে বেতনের টাকা তুলতে তার স্বাক্ষর নেয়া হয়। স্বাক্ষর দেয়া শেষ করে পরিষদের বারান্দার চেয়ারে বসার জন্য যাচ্ছিল এমতাবস্থায় তিনি লুটিয়ে পড়ে।
তার সহকর্মীরা তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কাশিল ইউপি সদস্য সিরাজুল ইসলাম লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজেন্দ্র মন্ডল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত ভবন মন্ডলের ছেলে।
তার সহকর্মীরা জানান, প্রতি মাসে তাদের বেতন ৩ হাজার টাকা। এ বেতন আবার কয়েক মাস পর পরও দেয়া হয়। বেতনের টাকা তুলতে ঘন্টার পর ঘন্টা বসেও থাকতে হয় তাদের।