মির্জাপুরে আইপিএল নিয়ে জুয়া, যুবকের কারাদন্ড


টাঙ্গাইলের মির্জাপুরে আইপিএল খেলার বিভিন্ন ম্যাচ নিয়ে জুয়া খেলার অপরাধে আসিফ নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
বুধবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজগর হোসেন তাকে সাজা দেন।
আসিফ উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আসিফ দীর্ঘদিন ধরে আইপিএল খেলার বিভিন্ন ম্যাচ নিয়ে জুয়ার আসর বসাতো।খেলাকে কেন্দ্র করে হাজার হাজার টাকা জুয়া চলে। জুয়ার টাকা জুগার করতে প্রেমের ফাঁদ পেতে স্কুল পড়ুয়া এক ছাত্রীসহ প্রতারনার মাধ্যমে বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নেয় আসিফ। তাদের অভিযোগের প্রেক্ষিতে জুয়ার আসর থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজগর হোসেন বলেন, আইপিএল খেলা নিয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।