ভয় দিয়ে নয়, বিনয় দিয়ে জয় করতে হবে- প্রতিমন্ত্রী পলক

ফিরোজ আহমদে, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, রোববার, ১৪ অক্টোবর ২০১৮ | ৫২৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভয় দিয়ে নয়, বিনয় দিয়ে মন জয় করতে হবে। জোর করে কখনওই মানুষের ভালোবাসা আদায় করা যায়না।

তিনি রোববার নয় কোটি টাকা ব্যয়ে নাটোরের সিংড়ায় গোল-ই-আফরোজ সরকারী কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক আরো বলেন, বিগত এক দশক ধরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে শিক্ষা অগ্রাধিকার খাত। উচ্চ শিক্ষার জন্যে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরী, দেশের সরকারী ও বেসরকারী পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবকাঠামো নির্মাণ, বছরের প্রথম দিনে সাড়ে চার লাখ শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে দেওয়া, অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির পরিধি বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন উল্লেখযোগ্য। বর্তমান সরকার শুধু শিক্ষার উন্নয়নই কাজ করছেনা, প্রযুক্তি নির্ভর যুগোপযোগী আধুনিক শিক্ষার বিস্তারেও কাজ করছে। বিশ্বমানের এই শিক্ষা গ্রহন করে এদেশের শিক্ষার্থীদের যে কোন প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার সক্ষমতা তৈরী হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট প্রদানের আহবানও জানান প্রতিমন্ত্রী।

গোল-ই-আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুর ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, থানা ছাত্রলীগের সভাপতি নাজমূল হক বকুল, গোল-ই আফরোজ কলেজের ভিপি সজীব ইসলাম জুয়েল, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাব্বির, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনাইদ হাসান জয়।