সাপ্তাহিক পাপিয়ার যুগ পদার্পন উদযাপিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:১৬ পিএম, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ | ৪০৯

টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গণের আলোকিত নক্ষত্র মরহুম পাপিয়া সেলিমের হাত ধরে প্রকাশিত টাঙ্গাইলের প্রথম মিডিয়া তালিকাভুক্ত ‘সাপ্তাহিক পাপিয়া’ পত্রিকার এক যুগে পদার্পন অনুষ্ঠান বৃহস্পতিবার(৭ জুলাই) উদযাপন করা হয়েছে।

টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

এক যুগে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইলের বিশিষ্টজন, রাজনীতিক, কলমযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। শেষে কেক কেটে সাপ্তাহিক পাপিয়ার এক যুগে পদার্পন উদযাপন করা হয়।