সোমবার শুরু হচ্ছে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠিকতা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪ পিএম, রোববার, ১৪ অক্টোবর ২০১৮ | ৫৬৫

সকল প্রস্তুতি সম্পন্ন, সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠিকতা শুরু হবে। মির্জাপুরের ২৩৭ টি পূজা মন্ডপে এখন সাজ সাজ রব।

এবছর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১ টি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়নে ২৩৭ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার দেবীর বোধন। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্ধনা করা হবে। মন্ডপে মন্ডপে আজ পঞ্চমীতে সায়াংকালে তথা সন্ধায় এই বন্ধনা পুজা অনুষ্ঠিত হবে।

এদিকে দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের জন্য প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজারীদের সাথে একাধীকবার মতবিনিময় করা হয়েছে।