ভূঞাপুরে রাজনৈতিক ছত্রছায়ায় চলে মাদকের ব্যবসা


টাঙ্গাইলের ভূঞাপুরে রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদকের ব্যবসা করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার উপজেলা পরিষদে মাসিক আইনশৃঙ্খলা সভায় এসব অভিযোগ করেন থানা অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও ভূঞাপুর বনিক বাজার সমিতির সভাপতি নুরুজ্জামান চকদার।
জানা গেছে, ভূঞাপুর পৌরসভাসহ গ্রাম্য পর্যায়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা জমজমাট। আর এসব মাদকের ব্যবসায় জড়িত রয়েছে আওয়ামী লীগের লোকজন। রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় প্রকাশ্যে মাদক ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
পুলিশও অজ্ঞাত কারনে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। উপজেলার সাথে যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হওয়ায় মাদক ব্যবসায়ীরা বঙ্গবন্ধু সেতু ও যমুনা নদী ব্যবহার করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উপজেলা জুড়ে ছড়িয়ে দিচ্ছে।
তবে অভিযোগ আছে পুলিশকে মসোহারা দিয়েই মাদক ব্যবসায়ীরা অবাদে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এদিকে মঙ্গলবার উপজেলা পরিষদে মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে থানা অফিসার ইনচার্জসহ অনেকেই মাদক বিক্রির সাথে রাজনৈতিক ব্যক্তিদের ইন্ধন আছে বলে জানান।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে জানান, উপজেলার রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ী অবাদে ব্যবসা করে যাচ্ছে। অনেক বড় বড় নেতা এর সাথে জড়িত।
সম্প্রতি উপজেলায় বাল্য ও ধর্ষনের ঘটনায় ইউপি চেয়ারম্যানরা ধর্ষণের আলামত নষ্ট করতে সালিশ করেন যা বেআইনি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জানান, উপজেলায় যতগুলো বাল্যবিবাহ হয়েছে তাতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশ্রয়ে অনুষ্ঠিত হয়েছে।
ভূঞাপুর বাজার বনিক সমিতির সভাপতি নুরুজ্জামান চকদার জানান, মাদকের অবস্থা ভয়াবহ উপজেলাজুড়ে। মাদকের সাথে রাজনৈতিক ব্যক্তিরা জড়িত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান আব্দুল হালিম এডভোকেট, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেআরা বেবী, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহআলম প্রামানিক অনেকেই।