লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯ পিএম, সোমবার, ১৯ আগস্ট ২০১৯ | ৫৪৫

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হারুন (১৪) এর মরদেহ সোমবার (১৯ আগস্ট) দুপুরে উদ্ধার করেছে ডুবুরী দল।

মৃত হারুন গত রোববার দুপুর ২ টার দিকে মোহরকয়া ইটভাটার নিচে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। সে মোহরকয়া গ্রামের জাকারিয়ার ছেলে। বর্তমানে সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসে।

খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালায়। পরবর্তীতে রোববার বিকেল থেকে রাজশাহী থেকে টিম লিডার সাদেকুল ইসলামের নের্তৃত্বে ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ চালাতে থাকে।

অবশেষে একদিন পর সোমবার দুপুরে নিখোঁজ হওয়া স্থান থেকে আনুমানিক ১০০ গজ দূরে মাদ্রাসা ছাত্র হারুনের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে ডুবুরী দল। স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান হারুনের মরদেহ উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন।