নাটোরে সিংড়া উপজেলা কমপ্লেক্সের

নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফিরোজ আহমদে, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০০ পিএম, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮ | ৫৮০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সিংড়া উপজেলা কমপ্লেক্সেও নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সাথে সংযুক্ত হয়ে এই নতুন ভবন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে নতুন রাস্ট্র উপহার দিয়েছেন। তিনি চেয়েছিলেন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা জনগনের সেবক হিসেবে কাজ শুরু করি। গত এক দশকে বঙ্গবন্ধুর কাংখিত সোনার বাংলা গড়তে আমরা নিরলসভাবে কাজ করেছি। প্রান্তিক পর্যায়ে জনগনের দোড় গোড়ায় সেবা পৌঁছে দিয়েছি।

নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা প্রশাসক মোঃ গোলামুর রহমান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সরকারী বিভিন্ন কর্মসূচী ও প্রকল্পের উপকারভোগী জনগোষ্ঠি।

সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক বলেন, নব নির্মিত কমপ্লেক্সে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দের অফিস, উপজেলা নির্বাহী অফিসারের অফিস, উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন অফিস, যুব উন্নয়ন ইত্যাদি উপজেলা পর্যায়ের অফিস থাকছে।

সম্প্রসারিত নতুন ভবনে দাপ্তরিক কাজ সাচ্ছন্দে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত কওে উপজেলা পরিষদ চেয়ারম্যান আরও বলেন, এতে জনসেবা প্রদানে গতিশীলতা আসবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ছয়তলা ভিতের উপরে চারতলা বিশিষ্ট কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ বাসাতবায়ন করেছে।