টাঙ্গাইলে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:২৬ পিএম, সোমবার, ৯ অক্টোবর ২০১৭ | ৫১৯

টাঙ্গাইলে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা বিএনপির অযোগ্য পরিবার কেন্দ্রিক, আজ্ঞাবহ, অপরিপক্য, বর্তমান আওয়ামী সরকারের এজেন্ট দ্বারা গঠিত কমিটি বাতিলের দাবি ও জেলা বিএনপির শীর্ষ চার নেতার বহিস্কার আদেশ বাতিলের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানিয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়। এরপর মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে স্থানিয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে পথসভার আয়োজন করা হয় ।

সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি আহমেদুল হক শাতিল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, আনিছ চৌধুরি, সাবেক কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম ঝলক, টাঙ্গাইল সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, করটিয়া সাদত কলেজের সাবেক জিএস বাবুল মিয়া, সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম শফি, টাঙ্গাইল জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, যুবদল নেতা মিজানুর রহমান শাজুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।