গোপালপুরে টানা তৃতীয় দিনে ঘোষিত ধর্মঘটে ৩৫০০ শ্রমিক

নুর আলম, গোপালপুর
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | ৪৯৪

সারা বাংলাদেশে যখন অঘোষিত শ্রমিক ধর্মঘটে চলছে ঠিক তখনই। টাঙ্গাইলের গোপালপুরে ২০ নভেম্বর, তৃতীয় দিনের মতো চলছে অঘোষিত শ্রমিক ধর্মঘট। শ্রমিকদের ৮ দফা দাবিতে চলা ধর্মঘটে।

গোপালপুরে ১৬০ বাসে মোট ২২০০ জন শ্রমিক আছে এবং ০৯ টি ট্রাক গাড়িতে,  ৮০০ শ্রমিক আছে, এবং গোপালপুর এর সকল শ্রমিক মিলে ৩৫০০ জন আছে তারা সকলেই 

অলস বসে। গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল কবির আজাদ জানান  আমাদের ড্রাইভার গান অতি সতর্কভাবেই গাড়ি পরিচালনা করে আসছে।

ড্রাইভার দের জন্য এমন আইন, ড্রাইভার এবং মালিকদের জন্য অতি বড় একটি বোঝা আমি মনে করি। এবং আমাদের শ্রমিকগণ অনেক স্বল্প আয়ের জীবিকা অর্জন করে। তাই আমি এই ধর্মঘটের অনেক দ্রুত সমাধান আশা করছি।