টেকনাফে ট্রাকচাপায় নিহত ১

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:১১ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৪৫৪

কক্সবাজারের টেকনাফে ট্রাকচাপায় এক মাইক্রোবাসের হেলাপার নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। 

নিহত ওই শ্রমিক টেকনাফ ৮নং ওয়ার্ডের শীলবনিয়া পাড়া এলাকার মোহাম্মদ ইয়াকুবের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৩০)। টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, মোহাম্মদ ইসমাঈল তাদের চালিত নোহা মাইক্রোবাস ধোয়ার কাজ করেন।  এসময় টেকনাফ পৌরসভার বাসষ্টেশন থেকে একটি ট্রাক ( কক্সবাজার-ট-১১-০১০৫) বাস টার্মিনালে যাওয়ার পথে টেকনাফ পল্লীবিদ্যুৎ গেইট সংলগ্ন হারুন ভাতঘরের কাছে কর্মরত মোহাম্মদ ইসমাঈলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করেন। এই ট্রাকের মালিক সাবেক জেলা মটর-শ্রমিক নেতা এডভোকেট জহিরুল হকের বলে জানা যায়। এদিকে টেকনাফ মালিক-শ্রমিক কর্তৃপক্ষ ঘাতক ট্রাক চালককে নিজেদের হেফাজতে রেখেছে বলে জানা গেছে।

লাশটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক চালক পলাতক রয়েছে। মৃতদেহ আইনী প্রক্রিয়ায় পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি রনজিত বড়ুয়া।