ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪০ পিএম, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮ | ৬২৯
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
 
মঙ্গলবার সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া (শাহপাড়া) গ্রামে সোলেমান আলী (৬৫) নামে এক বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে দাবি করে তার পরিবার।
 
তিনি পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের মৃত সামর মোহাম্মদের ছেলে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন যাবৎ তার শশুরবাড়ী মৃত খোকা শাহ’র বাসায় থাকতেন।
 
মঙ্গলবার ভোরে সলেমান আলী সবার অজান্তে নিজ ঘরের বারান্দায় আড়ায় গলায় গরু বাধা রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
 
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃবজলুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, কি কারনে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা এখন বলা যাচ্ছে না।