ক্ষমা চাইলেন ট্রাম্প সেই বিচারপতির কাছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮ | ৩৯০

সুপ্রিম কোর্টে ব্রেট কাভানাহর মনোনয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জল কম ঘোলা হয়নি। অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত এ বিচারপতি সিনেটের সমর্থন নিয়ে শপথ গ্রহণও করেছেন।

কিন্তু মনোনয়ন পাওয়ার পর যৌন হয়রানির অভিযোগ উঠায় মাঝখানের সময়টাতে বেশ পর্যদুস্থ হতে হয়েছে কাভানাহ ও তার পরিবারকে। এ জন্যই তাদের কাছে ক্ষমা চেয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এ ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে বাধ্য করার জন্য ব্রেট ও পুরো কাভানাহ পরিবারের কাছে পুরো জাতির হয়ে আমি ক্ষমা চাইছি।

সুপ্রিম কোর্টে মনোনীত হওয়ার পরই ব্রেট কাভানার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ক্রিস্টিন ব্লেসি ফোর্ড। তিনি বলেন, ১৯৮২ সালে তাকে হেনস্থা করেছিলেন কাভানাহ। এ ঘটনা নিয়ে তদন্তের পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই রিপোর্ট জমা দিলেও তা জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

সূত্র: বিবিসি