কৃষকদের মধ্যে বীজ বিতরণ ও ইঁদুর নিধন অভিযান
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রনোদণা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে সার বীজ বিতরণ ও ইদুর নিধন অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস সংলগ্ন চত্বরে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান মীর এনায়েত হোসেন মন্টু, কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, মৎস কর্মকর্তা আহসান হাসিব খান, লতীফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রবি ২০১৭-২০১৮ মৌসুমে প্রনোদণা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার বীজ বিতরণ করা হয়। প্রথম দফায় ১ হাজার ৯শ ২ জন কৃষকের মধ্যে সার বীজ বিতরন করা হয়।
এর আগে ইদুর নিধন অভিযান উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষীণ করে।
