মির্জাপুরে পুলিশের অভিযানে এক মাসে আটক ১০৬


টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ এক মাসের অভিযানে বিভিন্ন মামলার ১০৬ জন আসামীকে আটক করেছে।আটককৃতদের মধ্যে খুন ধর্ষণ, ডাকাতী, ছিনতাই, জুয়া, মাদক এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গত ১১ সেপ্টম্বর ২০১৭ এ কে এম মিজানুল হক ওসি হিসেবে মির্জাপুর থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তার নির্দেশক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান শুরু হয়।
একমাসের মধ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০৬ জন আসামীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের মধ্যে খুন, ধর্ষণ ডাকাতী ছিনতাই সহ অন্যান্য মামলায় ৪৬ জন, জুয়ারু ২৪ জন, মাদক সেবী ১৬ জন এবং মাদক ব্যবসায়ী ২০ জন।
একইসাথে পুলিশ বিপুল পরিমান দেশী বিদেশী মদ, বিয়ার, হিরোইন, গাজা, ফেনসিডিল,ইয়াবা উদ্ধার করেছে।
এব্যাপারে অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন থানা পুলিশের সকল সদস্যের সহায়তায় অভিযান পরিচালনা করে এই বিপুল সংখ্যক আসামী আটক করা সম্ভব হয়েছে।
এলাকার আইন শৃংখলা সন্তোষজনক রাখতে এধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।