ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবসের র‍্যালী ও আলোচনা সভা

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৪ পিএম, রোববার, ৭ অক্টোবর ২০১৮ | ৪৩৯
“গড়তে শিশুর ভবিষ্যৎ স্কুল হবে নিরাপদ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে।
 
এ উপলক্ষ্যে রোববার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কালেক্টর চত্বর থেকে একটি র‌্যালি বেড় হয়।
 
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আখতারুজ্জামান বেলুন উড়িয়ে শিশু দিবসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসক আখতারুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুতুবুল আলম, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক সাইফুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা জবে আলী, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
 
এসময় বক্তরা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রতিটি শিশুকে শিক্ষিত হতে হবে। সেই সাথে আলোচনা সভায় শিশুদের উদ্দ্যেশ্যে বিভিন্ন জ্ঞানমূলক কথা তুলে বক্তরা।