নাটোরে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে মানববন্ধন

ফিরোজ আহমদে, নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২০ পিএম, রোববার, ৭ অক্টোবর ২০১৮ | ৪৬৫

সরকারি চাকুরীর প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রজ্ঞাপন পরিবর্তন করে তা পুণর্বহালের দাবীতে নাটোরে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

রোববার শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ‘আমরা মুক্তিযোদ্ধা প্রতিবাদী সন্তান কমান্ড’ এর আহবানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। মুক্তিযোদ্ধাদের সন্তান ও মুক্তিযোদ্ধারা সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে হাতে হাত ধরে ব্যানার-ফেস্টুন নিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকেন।

এসময় বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধা প্রতিবাদী সন্তান কমান্ড নাটোর জেলা কমিটির সভাপতি শাহ্ মোহাম্মদ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোঃ শাহিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আব্দুল রহিম এবং সাবেক পৌর কমান্ডার মোঃ ইউসুফ।

বক্তারা কেন্দ্রী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে আগামী সোমবারের মধ্যেই বর্তমান প্রজ্ঞাপন বাতিল করে কোটা বহাল রেখে নতুন প্রজ্ঞাপনজারীর আল্টিমেটান দেন।