টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩ এএম, রোববার, ৭ অক্টোবর ২০১৮ | ৬০২

টাঙ্গাইলে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কালিহাতি উপজেলার চেচুয়া পূর্বপাড়া গ্রামের সিদ্দিক সরকারের ছেলে মো. মনির সরকার (৩০)।

৭ অক্টোবর রবিবার দুপুরে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর শনিবার রাতে অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫০ পিছ ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএমআর/কাওছার আহমেদ