বেনাপোল সীমান্তে

মাদক, ভারতীয় শাড়ী ও ৮টি গরুসহ আটক এক

মোঃ নাজমুল হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৫ পিএম, শনিবার, ৬ অক্টোবর ২০১৮ | ৫৫০

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৮টি ভারতীয় গরু ১৪৮বোতল ফেন্সিডিল ৫১ টি কাথান শাড়ী এবং ০৬ কেজি গাঁজাসহ ০১ চোরাচালানীকে আটক করেছে বিজিবি।

যশোর৪৯ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম জানান, শনিবার সকালে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আড়শিংড়ী পুকুর পোষ্ট, আমড়াখালী চেকপোষ্টে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ১৪৮ বোতল ফেন্সিডিল, ০৮ টি গরু, ৫১ টি শাড়ী, ০৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় অভিযুক্ত মোঃ হেলাল হোসেন (২১) কে আটক করা হয়। বেনাপোল ডুবপাড়া গ্রামের শাহদতের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ১৫,৯১,৭০০/(পনের লক্ষ একানব্বই হাজার সাতশত) টাকা বলে জানায় বিজিবি। 

আটককৃত মাদকদ্রব্য, চোরাচালানী মালামাল এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়ছে বল জানায় বিজিবি।