টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত


‘শিক্ষার অধিকার একজন যোগ্য শিক্ষকের অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
দিবস উপলক্ষে ৫ অক্টোবর শুক্রবার সকালে স্থানীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে টিচার্স ফাউন্ডেশনের সভাপতি মো. শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে সাধারণ গ্রন্থাগারে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স ফাউন্ডেশনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম।
টিচার্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক লুৎফর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল্যাহ সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাবেক সভাপতি মো. গোলাম রব্বানী, বাসাইল উপজেলা টিচার্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মো. হারুনার রশিদ, শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. আব্দুল হাকিম প্রমুখ।