নাটোরে প্রবীণালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৫ পিএম, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮ | ৪৮৪

নাটোরের দিঘাপতিয়ায় প্রবীণালয় নামের একটি বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার দুপুরে দিঘাপতিয়ার বালিকা শিশু সদনের সামনে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীনালয়ের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, নাটোর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসাহাক আলী ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ নাসিহ সহ বিশিষ্টজনেরা।

উত্তরা গণভবনের পাশে প্রায় দুই একর জমির উপরে নির্মিত হবে এই বৃদ্ধাশ্রম। যেখানে প্রায় অর্ধশত প্রবীণ ব্যক্তিরা বাস করতে পারবেন।