মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৩ পিএম, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮ | ৬৩০

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাঁশতৈল মো. মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেন ও গোড়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহামান পরিষদ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা সদরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৬৩৬ জন ভোটারের মধ্যে ৬৩০জন ভোটার ভোট দেন। সভাপতি পদে মো. এমরান হোসেন (৪০৮ ভোট), সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান (৪০৪ ভোট), সহসভাপতি পদে আতিকুর রহমান (৪০৫ ভোট), দেওয়ান মো. কবির হোসেন (৩৮৮ ভোট), মো. হাবিবুর রহমান (৩৯৪ ভোট), যুগ্ম সম্পাদক মো. সুলতান উদ্দিন (৪৪৭ ভোট), সহসাধারণ সম্পাদক মো. সাদেক আলী মিয়া (৩৮৩ ভোট), আব্দুল আলিম (৩৯২ ভোট), কোষাধ্যক্ষ চন্দ্র মোহন বিশ্বাস (৩৭৫ ভোট), দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন মল্লিক (৩৯৩ ভোট), সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালাম মিঞা (৪১৩ ভোট), চিত্ত বিনোদন সম্পাদক মো. ফরিদ হোসেন (৩৯৮ ভোট), সহচিত্ত বিনোদন সম্পাদক মো. হুমায়ুন কবির (৩৮২ ভোট), ক্রীড়া সম্পাদক মো. তোফাজ্জল হোসেন খান (৪১৯ ভোট), ধর্মীয় সম্পাদক ইসলাম মুহাম্মদ আনিছুর রহমান মিয়া (৪০২ ভোট), ধর্মীয় সম্পাদক হিন্দু সঞ্জিত সরকার (৩৮৩ ভোট) বিজয়ী হন। নির্বাচনে মো. মাসুদুর রহমান (২০৯ ভোট) ও মো. খোরশেদ আলমের (২১০ ভোট) পরিষদ প্রতিদ্ব›িদ্বতা করেন।

মোট ২৪টি পদের মধ্যে মাসুদুর রহমানের প্যানেলের ৮জন বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। এছাড়া সভাপতি ও সম্পাদকসহ বাকি ১৬টি পদে বিপুল ভোটের ব্যবধানে এমরান ও লুৎফর পরিষদ নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনার জন্য শিক্ষক সমিতি কর্তৃক গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এরা হলেন উপজেলার হিলরা আদাবাড়ি মুকছেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম মিয়া, করর্ণী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মিয়া ও বাঁশতৈল বংশী নগর সূর্য তরুণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাবুল হক। এছাড়া প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান।

সমিতির নবনির্বাচিত সভাপতি এমরান হোসেন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করে জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের প্রতি আমরা কৃতজ্ঞ।