আওয়ামী লীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে-রমেশ চন্দ্র সেন

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০১ পিএম, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮ | ৫৪৪
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
 
শুক্রবার সদর উপজেলার বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা ও মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন সাংসদ রমেশ চন্দ্র সেন।
 
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিতব্য প্রতিষ্ঠান দুটির একাডেমিক ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা। ভবন দুটি নির্মাণ হলে ওই এলাকার প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী পাঠদানের সুযোগ পাবে। 
 
বেগুনবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন আরো  বলেন, এ সরকার মানুষের কথা চিন্তা করেই উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। আমরা দেশের মানুষের কল্যাণে সবসময় কাজ করব। কারণ দেশের মানুষরাই আমাদের ক্ষমতায় এনেছে।
 
বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. বনি আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক সহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
 
অপরদিকে সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
 
উদ্বোধন শেষে মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ রমেশ চন্দ্র সেন।