মাশরাফির জন্মদিনে কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল


নীলফামারী জেলার কিশোরগঞ্জের ধরেয়ার বাজার গ্রামের ব্যতিক্রমধর্মী সংগঠন মাশরাফি বিন মর্তূজা ক্রীড়া ও সামাজিক যুব সংঘের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলাদেশ এক দিনের আর্ন্তজাতিক ক্রিকেটের সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তূজা পঁয়ত্রিশ তম জন্মদিন উপলক্ষে কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় উত্তর খামার গাড়াগ্রাম জাবালে নুর নূরানীয়া হাফেজ্বীয়া এতিমখানা মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ আতাউর রহমান ও হাফেজ মোঃ ওসমান গনির তত্তাবধানে মাদ্রাসায় কোরআন পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল হয়। এসময় সংগঠন টির উত্তরোত্তর উন্নতি, মাশরাফির সুস্থতা ও দীর্ঘায়ু জীবন, দেশ ও জাতির সুখ এবং উন্নয়নের জন্য প্রার্থনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন টির সদস্যরা, মাদ্রাসার শিক্ষার্থী , অভিভাবক, শিক্ষক সহ মাদ্রাসা ও সংগঠন টির উপদেষ্টামন্ডলীর সদস্য।
এসময় বক্তারা মাশরাফি বিন মর্তূজার জীবন ইতিহাস বর্ননা করে বলেন মাশরাফি আজকের তরুনদের জন্য রোল মডেল। এসময় বক্তারা সংগঠনটির জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। সংগঠনটি পরিচালবার ক্ষেত্রে সদস্যদের আরো তৎপর হতে নির্দেষ প্রদান করে।
পিএইচপি/মোসফিকুর রহমান লাল