ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ০৮:৪৮ এএম, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮ | ৫২৭

ঝিনাইদহে ফেন্সিডিলসহ নাজমুল হাসান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে ঝিনাইদহ শহরের লাউদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নাজমুল হাসান ঢাকার চামেলীবাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চুয়াডাঙ্গার জীবননগর এলাকা থেকে একটি প্রাইভেটকারে ফেন্সিডিল নিয়ে ঝিনাইদহ হয়ে ঢাকায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে লাউদিয়া এলাকায় চেকপোষ্ট বসানো হয়। সে সময় নাজমুল হাসানকে আটক করা হয় ও তার প্রাইভেটকার তল্লাসি করে ২৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।