দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ এএম, সোমবার, ১ অক্টোবর ২০১৮ | ৪৩৩

দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাক্টরের ধাক্কায় মুকুল হোসেন (৩৫) ও আনিসুর রহমান (৩৪) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে জেলার বোচাগঞ্জ উপজেলার আইনগাঁও এলাকায় দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘনাটি ঘটেছে।

নিহত মুকুল চিরিরবন্দর উপজেলার ওমরপুর এলাকার বেলাল হোসেনের ছেলে ও আনিসুর রহমান সদর উপজেলার মাঝাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

বোচাগঞ্জ থানার ওসি মো. আব্দুর রউফ এর সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ে তারা দুইজন দিনাজপুর থেকে বোচাগঞ্জ যাচ্ছিল। পথে আইগনগাঁও এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকালে দু'জন মারা যায়।