শার্শায় ট্রাকের সাথে সংঘর্ষে মটর সাইকেল আরহীর মৃত্যু

বেনাপোল সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৮ এএম, সোমবার, ১ অক্টোবর ২০১৮ | ৪৫৮

যশোরের নাভারন বাজারে গাছের ডাল ভেঙে পড়লে প্রাণ বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নুর হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত ও আসাদুল ইসলাম (২৫) নামে মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রবিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন নিউ মার্কেটের সামনে।

নিহত নুর হোসেন শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের কদর আলীর ছেলে ও আহত আসাদুল ইসলাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

শার্শা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শার্শা উপজেলার নাভারন বাজারের নিউ মার্কেটের সামনে রবিবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের পাশের তিন শ বছরের পুরানো শিশু গাছের একটি ডাল আচমকা ভেঙে পড়ে। সেখানে থাকা পথচারীসহ আশেপাশের লোকজন প্রাণ বাঁচাতে দিকবেদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় প্রাণ বাঁচাতে নুর হোসেন ও আসাদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার সময় যশোরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নুর হোসেন নিহত হয় ও আসাদুল ইসলাম আহত হয়।

স্থানীয় লোকজন আসাদুলকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে দেয়। খবর পেয়ে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক এবং মোটরসাইকেলটি উদ্ধার করেছে। বেনাপোল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছের ডাল অপসারণের কাজ শুরু করে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেনাপোল থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে পড়ে থাকা গাছের ডাল মেশিন দিয়ে কেটে অপসারণ করা হয়েছে।

এমএমআর/নাজমুল হোসেন