৫০ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৯ পিএম, রোববার, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ৫১৩

যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে পাচারের সময়ে ৫০ লাখ টাকাসহ বাবলুর রহমান (২৩) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। আটক বাবলুর রহমান পুটখালী পূর্বপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ জানান, গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে ভারত থেকে বিপুল পরিমানে হুন্ডির টাকা বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ৩টার দিকে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা পুটখালী এলাকায় অভিযান চালায়। পাচারকারী বিজিবির উপস্থিত বুঝতে পেরে একটি প্যাকেট ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে তাড়িয়ে ধরে। পরে প্যাকেটটি খুলে ৫০ লাখ বাংলাদেশী টাকা দেখতে পায়। আটককৃতের নামে অর্থপাচারের মামলা দিয়ে বেনাপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

এমএমআর/নাজমুল হোসেন