ওপেনিংয়ে লিটন-মিরাজের ভালো শুরু


বাংলাদেশের ভালো শুরু
বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছে উদ্বোধনী জুটি। লিটন দাস ও প্রথমেবারের মতো ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় টুর্নামেন্টে প্রথমবারের ২০ ছাড়িয়েছে উদ্বোধনী জুটির রান।
৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৪/০। লিটন ৪৬ ও মিরাজ ১৬ রানে ব্যাট করছেন। এই সময়ে দুই জনের ব্যাট থেকে এসেছে ৫টি বাউন্ডারি।
এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের উদ্বোধনী জুটিগুলো ছিল ১, ১৫, ১৫, ১৬, ৫।
ওপেনিংয়ে মিরাজ
বোলিংয়ে নিয়মিতই ইনিংস শুরু করেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজনে এবার ব্যাটিংয়েও ওপেন করতে হলো তাকে।
ওয়ানডেতে এর আগে কখনও ছয় নম্বরের উপরে ব্যাটিংয়ে নামেননি মিরাজ। নতুন বলে তার সামর্থ্যও পরীক্ষিত নয়। তবুও লিটন দাসের সঙ্গে নেমেছেন ইনিংস উদ্বোধন করতে।
এশিয়া কাপে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। কোনো ম্যাচেই দলকে এনে দিতে পারেনি ভালো শুরু। বারবার জুটিতে পরিবর্তন এনেও কোনো লাভ হয়নি। ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মিরাজকে ওপেনিংয়ে নামিয়ে বড় একটা জুয়াই খেলল বাংলাদেশ।
ফাইনালে ফিরলেন ভারতের মূল খেলোয়াড়রা
আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত একাদশের পাঁচ গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চেহেলকে বিশ্রাম দিয়েছিল ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে একাদশে ফিরেছেন তারা। বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে খেলা খলিল আহমেদ, দীপক চাহার, লোকেশ রাহুল, মনিশ পান্ডে ও সিদ্ধার্খ কাউল।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল।
বাংলাদেশ দলে এক পরিবর্তন
ফাইনালের বাংলাদেশ দলে পরিবর্তন একটি। বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হকের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। সেদিন দুই অনিয়মিত বোলার মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারকে দিয়ে ১৫ ওভার বোলিং করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ভারতের বিপক্ষে পাঁচ বিশেষজ্ঞ বোলার পাচ্ছেন অধিনায়ক।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ফিল্ডিং নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্ট জুড়েই টস জিতলে ফিল্ডিং করে আসছে ভারত। সেখান থেকে আসার কোনো কারণ দেখেন না রোহিত।
শেষ লড়াইয়ে মাশরাফিরা
টেস্ট মর্যাদা পাওয়ার পর পাঁচটি ফাইনালে হেরেছে বাংলাদেশ। যার দুটি চলতি বছরেই, শেষটি গত মার্চে ভারতের বিপক্ষে। তেতো স্মৃতি ভুলে বাংলাদেশ চায় নতুন শুরু। ভারতকে হারিয়ে চায় এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট।
দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।
প্রথম ম্যাচের পর থেকে দলের সঙ্গে নেই তামিম ইকবাল। সুপার ফোরের শেষ ম্যাচের আগে ছিটকে গেছেন সাকিব আল হাসান। মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি চোট নিয়ে খেলছেন মুশফিকুর রহিম। মুস্তাফিজুর রহমানের শরীরেও আছে ব্যথা। প্রচণ্ড গরমে গোটা দলই ক্লান্ত। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে নিজেদের উজাড় করে দেওয়ার রেশ না কাটতেই নামতে হচ্ছে ফাইনালে।
শরীর বিদ্রোহ করলেও দমে যায়নি মাশরাফিদের হৃদয়। মনের জোরের ভরসাতেই ফাইনালের মহারণে নামছেন বাংলাদেশ অধিনায়ক ও তার দল।