মির্জাপুরে পুলিশ সদস্য সহ ২ মাদক ব্যবসায়ী আটক


টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ এক পুলিশ সদস্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার রাতে মির্জাপুর ও নাগরপুর উপজেলার সীমান্তবর্তী বারিন্দা বাজারের অদুরে পুকুরিয়া এলাকা থেকে ৩৫ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন টাঙ্গালের লাইন পুলিশের সদস্য মাইনুল ইসলাম (২৭) ও তার চাচাত ভাই সজীব (২৬)। তাদের বাড়ি মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আটককৃতরা ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপপরিদর্শক শফিকুল আলম, কমল সরকার ও খোকন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এছাড়া ঘটনাস্থল নাগরপুর থানার এলাকায় হওয়ায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার জন্য বৃহস্পতিবার সন্ধায় তাদেরকে নাগরপুর থানায় প্রেরণ করেছেন বলে তিনি জানিয়েছেন।