ওরিয়েন্টেশনে প্রতিবন্ধী নারীদের বিনামূল্যে সেবা প্রদানের সিদ্ধান্ত


কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলী কমিউনিটি ক্লিনিকে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কমিউনিটি ক্লিনিকে প্রতিবন্ধীতা একীভূতকরণ বিষয় এক দিনের ওরিয়েন্টেশনে প্রতিবন্ধী নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে সিদ্ধন্ত গৃহীত হয়।
সোমবার সকাল ১০টায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কমিউনিটি ক্লিনিকে প্রতিবন্ধীতা একীভূতকরণ বিষয়ক এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এই ওরিয়েন্টেশনে প্রতিবন্ধীতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওরিয়েন্টেশন শেষে কমিউনিটি ক্লিনিকের কমিটির সদস্যরা এক বছরের জন্য কর্ম পরিকল্পনা করেন।
এই কর্ম পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের কমিউনিটি ক্লিনিকে সকল প্রকার স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রাপ্তি নিশ্চিত করণ, প্রতিবন্ধী নারীরা সন্তান প্রসবকালে সার্বিক সহেযোগিতা প্রদান, স্মার্ট ভোটার কার্ড প্রাপ্তিতে সহযোগিতা, কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তি করণ, ক্লিনিকে যাতায়তে প্রতিবন্ধী ব্যক্তিদের র্যাম তৈরী ও প্রতিবন্ধী ব্যক্তি কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহনের ক্ষেত্রে বাধা দূরীকরণ সহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
পিএইচআরপিবিডি প্রকল্পের সিডিডি ও সি বি এম এর (অস্টেলিয়া সরকারের) অর্থায়নে এইড প্রকল্পের অধীনে বেসরকারী সংস্থা এসএআরপিভি’র উদ্যোগে এই ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন, সরকারী প্রাথমিক বিদ্যালযের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার আহমদ। বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াবুল হক, এএআরপিভি’র ইয়াসমিন সুলতানা, আব্দুল মালেক, ইউপি সদস্য রামানন্দ ঘোষ, ইউপি সদস্য রেহেনা আক্তার, ইমাম মৌলভী আতাউর রহমন, বকুল রানী দাশ ও রেহেনা আক্তার।