মাভাবিপ্রবিতে

‘‘টেকসই উন্নয়ন লক্ষ্যে পরিসংখ্যানের প্রয়োগ’’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | ৪৩৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর সহযোগিতায় ২৪ সেপ্টেম্বর ‘‘টেকসই উন্নয়ন লক্ষ্যে পরিসংখ্যানের প্রয়োগ’’ শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত বিভাগের মিলনায়তনে সকাল ৯ টায় সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাাউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন, প্রফেসর আইএসআরটি-এর প্রফেসর ড. মোঃ আতাহারুল ইসলাম।

মূল প্রবন্ধের উপর আলোচনা করেন রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনীন্দ্র কুমার রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. অজিত কুমার মজুমদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. রেজাউল করীম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. সাবিনা ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার জাহান মলয়। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ধনেশ্বর চন্দ্র সরকার।

সম্মেলনে বক্তাগণ বলেন এই সম্মেলনের মাধ্যমে পরিসংখ্যানের প্রয়োগের মাধ্যমে কিভাবে টেকসই উন্নয়ন করা যায় এবং জাতীয় পর্যায়ে সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। সম্মেলনে উক্ত বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যলয় থেকে স্বনামধন্য প্রফেসর ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।