যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের বিষয়গুলো জানাতে এসেছি: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | ৪০৬

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়গুলো তিনি জাতিসংঘে তুলে ধরবেন। সেই সঙ্গে ইরানের আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি সম্পর্কেও ব্যাখ্যা দেবেন তিনি।

প্রেসিডেন্ট রুহানি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি বছরের অধিবেশনের সঙ্গে আগের বছরগুলোর অধিবেশনের কিছুটা পার্থক্য থাকবে।

এর কারণ হিসেবে তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে যার আলামত এবারের অধিবেশনে প্রকাশ পাবে।