টাঙ্গাইলে হতদরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৩

টাঙ্গাইলে ‘কলেজ কেন্দ্রীক শিক্ষা বৃত্তির কর্মসূচি’ প্রকল্পের আওতায় হতদরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় ও বহুমুখী দেশ উন্নয়ন সংসদ (বিডিইউএস) এর বাস্তবায়নে কুমুদিনী কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমুদিনী কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফা রাজিয়া, উপাধাক্ষ প্রফেসর আব্দুল মান্নান, বহুমুখী দেশ উন্নয়ন সংসদ (বিডিইউএস) নির্বাহী পরিচালক মো. আব্দুল হালিম, প্রকল্প পরিচালক জয়ন্ত কুমার বসু প্রমুখ।

অনুষ্ঠানে কুমুদিনী কলেজের ২৫ ছাত্রীর মাঝে তিন হাজার টাকা করে বিতরণ করা হয়।