ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণির মরদহে দেশে পৌঁছেছে। আজ রবিবার ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিকে বিমানবন্দরে মরহুমের মৃতদেহ এসে পৌঁছায়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলাম ওসমান গণির মরদেহ গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
প্রসঙ্গত, গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন।