পঞ্চগড়ে বিদ্যুতের

অস্বাভাবিক লোডশেডিং প্রতিবাদে নাগ‌রিক ক‌মি‌টির বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৬ পিএম, সোমবার, ২ অক্টোবর ২০১৭ | ৫২৫

পঞ্চগড়ে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং ও লো ভোল্টেজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড় নাগরিক কমিটির আয়োজনে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রেরণ করেন তারা।

স্মারকলিপিতে বিক্ষোভকারীরা জানান, অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে প্রচণ্ড গরমে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। সেই সাথে শিক্ষার্থীদের লেখাপড়া ও চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। লো ভোল্টেজের কারণে বাসা বাড়িতে দৈনন্দিন ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হচ্ছে। এছাড়া, মিটার রিডিং ছাড়াই ভূতুড়ে বিলে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পঞ্চগড় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার জানান, দিন দিন এই লোডশেডিং বেড়েই চলেছে। তাই আমরা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। দ্রুত এই সমস্যাগুলোর সমাধান না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।