নাটোরে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত


নাটোরের বড়াইগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' এক মাদকবিক্রেতা নিহত হয়েছে। নিহত মাদকবিক্রেতার নাম সিরাজ উদ্দিন (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
রবিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কাটাশকোল গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ ঘটে। সোমবার কালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, নিহত সিরাজ উদ্দিন উপজেলার বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় চারটি মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সিরাজ বড়াইগ্রাম উপজেলার অন্যতম শীর্ষ মাদকবিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন।