সাংবাদিক সোহেল পারভেজ আর নেই


টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক সোহেল পারভেজ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত শনিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি..... রাজেউন। তিনি ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ভূঞাপুরে বিভিন্ন সাংস্কৃতিক জোট ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।
মৃত্যুর পর রবিবার সকাল তাঁর প্রথম জানাযা ভূঞাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এবং দ্বিতীয় জানাযা দুপুর দুইটায় তাঁর গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়ায় অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
তিনি মৃত্যুকালে স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সোহেল পারভেজের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য শামছুল হক তালুকদার ছানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদসহ ভূঞাপুর প্রেসক্লাব, এলেঙ্গা প্রেসক্লাব, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটি গভীর শোক প্রকাশ করেছেন।