অহিংস দিবস ও রোহিঙ্গাদের উপর নির্যাতন, হত্যার প্রতিবাদে
ভূঞাপুরে সুজনের মানববন্ধন


সংঘাত নয়, জঙ্গিবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি স্লোগানে আন্তর্জাতিক অহিংস দিবস ও মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার ভূঞাপুর-তারাকান্দি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক তরুন ইউসুফ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামীলীগ নেতা আজহারুল ইসলাম আজহার, উপজেলা সুজনের সহ-সভাপতি শাহআলম প্রামানিক, সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক ভুইয়া,
সুজনের পৌর কমিটির সভাপতি তাপস নারায়ন দে সরকার, সাংবাদিক আখতার হোসেন খান, আতোয়ার রহমান মিন্টু, সাংবাদিক আব্দুর রাজ্জাক, এনামুল হক মুকুল ও অভিজিৎ ঘোষ ও অনলাইন গ্রুপ ইব্রাহীম খাঁর আলোকিত ভূঞাপুরে সভাপতি কামরান পারভেজ ইভান প্রমুখ। মানববন্ধন শেষে পদযাত্রা বের করা হয়।