নন্দীগ্রামে বরশি দিয়ে মাছ ধরায় গৃহবধুকে মারপিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০০ পিএম, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | ৬৩৬

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে জলাশয়ে বরশি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে এক গৃহবধু গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত গৃহবধুর স্বামী রফিকুল ইসলাম জানান, গত সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সিধইল গ্রামের বাবু মিয়ার পুকুর পাশের জলাশয়ে একই গ্রামের মাজেদা বেগম বরশি দিয়ে মাছ ধরতে লাগে। সে জলাশয়ে বরশি দিতে নিষেধ করে বাবু মিয়া। একপর্যায়ে বাবু মিয়া ওই গৃহবধুকে বেদম মারপিট ও বা হাত ভেঙ্গে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

থানার ইন্সপেক্টর আনিছুর রহমান জানান, গৃহবধুকে মারপিটের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।