ভূঞাপুরে খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার শীত বস্ত্র বিতরণ
টাঙ্গাইলের ভূঞাপুরে সেচ্ছাসেবী সংগঠন খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার উদ্দ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে পৌর এলাকার খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে শীতার্তদের মাঝে ৯ ‘শ কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. খাইরুজ্জামান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, স্থানীয় কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার সহ-সভাপতি খন্দকার সুরুজ আলম, যুগ্ম-সম্পাদক খন্দকার হাবিবুর রহমান সেলিম, কোষাধ্যক্ষ মো. হাসান আলী, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আ. বাছেদ প্রমূখ।
এ ব্যাপারে খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার পৃষ্ঠপোষক পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডি আই জি খন্দকার গোলাম ফারুক (বিপিএম,পিপিএম) বলেন, দেশে শৈত্য প্রবাহ চলছে। আর শীতার্ত দুঃস্থ্য মানুষের সেবায় সকলেরই এগিয়ে আসা উচিত। এ লক্ষেই আমার বাবার নামে প্রতিষ্ঠিত খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার মাধ্যমে দুঃস্থ্য মানুষের সেবা করে যাচ্ছি।
