নাগরপুরে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৮ পিএম, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ৪৩৬

টাঙ্গাইলের নাগরপুরে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ইত্তেফাক নাগরপুর সংবাদদাতা ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মন্টু মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুলের পরিচলনায় অনুষ্ঠানে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর সিদ্দিক, নাগরপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো.এরশাদ মিয়া, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাম কৃষ্ণ সাহা রামা, সাংবাদিক আব্দুল আলিম, কায়কোবাদ, কে এম সেলিম, মো.রিপন মিয়া, মো. নজরুল ইসলাম, মো. মাসউদুর রহমান মাসুদ, মো. শহীদুল হক এলিস, মো. হারুন খানসহ গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালী বের হয়ে  উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।