মির্জাপুরে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী পলাতক

মির্জাপুর (টাঙ্গাইর) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১১ পিএম, রোববার, ১৮ মার্চ ২০১৮ | ৪৮০

টাঙ্গাইলের মির্জাপুরে ফুলমতি (৩৫ ) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার মীর দেওহাটার একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। স্বামী মজিদ মিয়া পলাতক রয়েছে বলে পুরিশ সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, মজিদ ও ফুলমতি উভয়ে মীর দেওহাটা গ্রামের নয়া মিয়ার বাড়িতে ভাড়া থেকে ইউসুফের ইটভাটায় দিনমজুরের কাজ করতেন।

তাদের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। সকালে কাজে না যাওয়ায় ইটভাটার লোকজন ফুলমতিকে খুজতে তার ভাড়া বাড়িতে যায়।

সেখানে তারা ঘরের তালা দেখে তার স্বামী মজিদের মোবাইলে ফোন করে। মজিদ তাদের জানায় তার স্ত্রীকে কে বা কারা হত্যা করে ঘরে তালা দিয়ে রেখেছে। খবরটি জানতে পেরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন নিহত ফুলমতির গায়ে কোন আঘাতের চিহ্ন নেই, তবে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

শামসুল ইসলাম সহিদ/এইচএইচ