মির্জাপুরে ধর্ষনের গুজব ছড়িয়ে হত্যা, চারদিনে কেউ গ্রেফতার হয়নি


মির্জাপুরে ধর্ষনের গুজব ছড়িয়ে সবজি ব্যবসায়ী শাহীনকে পিটিয়ে হত্যার ঘটনার চারদিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।মামলা করার পর অপরাধীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে বলে পুলিশের দাবি।
শুক্রবার সন্ধা সাড়ে সাতটার দিকে শাহীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাঝালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিচারের নামে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর পুরো গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রামের অধিকাংশ বাড়ি এখন পুরুষ শুন্য রয়েছে।
রোববার রাতে মির্জাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোহম্মদ আলীসহ ২৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেছে শাহীনের স্ত্রী রেহানা বেগম। মাঝালিয়া গ্রামবাসীর কাছে জানা গেছে, বিএনপি নেতা মোহাম্মদ আলীর পরিবারের কাছে মাঝালিয়া গ্রামটি জিম্মি হয়ে আছে। তাদের প্রভাব ও অন্যায়ের কাছে কেউ মাথা তুলে কথা বলতে পারেন না বলে এলাকার লোকজন জানিয়েছেন। মোহাম্মদ আলীই ওই গ্রামের সুমন, ইজাজ ও অয়নসহ ৫/৭ সহযোগীর মাধ্যমে শাহিনকে বাড়ি থেকে ডেকে নেয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়ীতরা যতই প্রভাশালী হোক তাদের কাউকে ছার দেয়া হবেনা। অপরাধীদের গ্রেফতারে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ রেন।